যুক্তরাষ্ট্রের তথ্যে রুশ জেনারেলদের হত্যা করছে ইউক্রেন

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জেনারেলদের হত্যায় যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় সেনাদের তথ্য দিয়ে সহায়তা করছে। গতকাল বুধবার (৪ মে) মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইউক্রেনে রুশ বাহিনীর অবস্থান ও সম্ভাব্য গতিবিধি সম্পর্কে ওয়াশিংটন ইউক্রেনীয় সেনাদের তথ্য দিয়ে সহায়তা করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সরবরাহ করা গোয়েন্দা তথ্য যুদ্ধে অনেক রুশ জেনারেল হত্যায় ইউক্রেনকে সহযোগিতা করেছে।

এতে আরো বলা হয়, রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাশিত গতিবিধি, অবস্থান ও রাশিয়ার ভ্রাম্যমাণ সামরিক সদর দপ্তর সম্পর্কে বিশদ বিবরণ ইউক্রেনকে দিয়েছে ওয়াশিংটন। এর সাথে কিয়েভ নিজের গোয়েন্দা তথ্য ব্যবহার করে আর্টিলারি হামলাসহ রাশিয়ার সেনাদের বিরুদ্ধে চালানো অন্যান্য আক্রমণেই রুশ সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে।

তবে এ বিষয়ে হোয়াইট হাউস ও মার্কিন সেনাবাহিনীর সদরদপ্তর পেন্টাগন কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি অনুসারে যুদ্ধক্ষেত্রে ১২ জনের মতো রুশ জেনারেল নিহত হয়েছেন। মার্কিন গোয়েন্দাদের তথ্য পেয়ে ইউক্রেনীয় সেনারা ঠিক কতজন রুশ জেনারেলকে হত্যা করেছে সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা কোনো তথ্য দিতে রাজি হননি।

এদিকে ইসরাইলি ভাড়াটে সেনারা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে বলে অভিযোগ করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনের উগ্র ডানপন্থি ‘আজোভ’ রেজিমেন্টের সাথে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলি মিলিশিয়ারা অংশগ্রহণ করছে। -রয়টার্স ও পার্সটুডে

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //